ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

ওমর সানীর মৃত্যু গুজব, ছেলের প্রতিবাদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫০, ৯ মার্চ ২০১৮

জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানীর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। আর এতে বেশ মর্মাহত ক্ষুব্ধ হয়েছেন এই নায়ক এবং তার ছেলে ফারদিন এহসানবৃহস্পতিবার দুপুরে ফেসবুক লাইভে এসে নিজের ভালো থাকার সংবাদটি জানান তিনি। সেই সঙ্গে তার ছেলেও ফেসবুক লাইভে বাবাকে নিয়ে এমন মিথ্যা ও নোংরা সংবাদের প্রতিবাদ জানান। আর যারা এ ধরণের খবর ছড়াচ্ছেন তাদের এমন মন্দ কাজ করা থেকে বিরত থাকার অনুরোধ করেন তারা দুজনেই।

ওমর সানি বলেন, ‘আমি এখন বাসায় আছি। হাসপাতাল থেকে বাসায় এসেছি। নিয়মিত চিকিৎসা চলছে। আমার ডাক্তার প্রফেসর শাহাবুদ্দীন তালুকদার সাহেবকে ধন্যবাদ জানাই। উনি আমাকে একটি রিং পরিয়েছেন। আর বোধ হয় লাগবে না। আমি ওষুধ খাচ্ছি। আমার কাছে প্রচুর ফোন আসছে। আমি নাকি মারা গেছি।’

ওমর সানি আরও বলেন, ‘দেখেন মৃত্যু দেওয়ার মালিক আল্লাহ। এক দিন তো যেতেই হবে। আমি এখন পর্যন্ত সুস্থ আছি। এর পরে কেমন থাকবো জানি না। যারা প্রপাগান্ডা ছড়াচ্ছেন তাদের সুস্থতা কামনা করি। আপনারা এ পাপাচার থেকে দূরে আসবেন এ আশা করি।’

একই সঙ্গে ওমর সানির ছেলে ফারদিন এহসান বলেন, ‘আপনারা হয়তো সবাই জানেন আমার বাবা, আপনাদের প্রিয় নায়ক ওমর সানী কিছুদিন ধরে অ্যাপোলো হাসপাতালে ভর্তি ছিলেন। তার হার্টে চারটি ব্লক ধরা পড়ে। এর একটাতে রিং পড়ানো হয়েছে। বর্তমানে চেকআপে আছেন। উনি এখন শঙ্কামুক্ত আছেন। আল্লাহর রহমতে এখন কোন সমস্যা নেই। অল্পদিনের মধ্যেই আমরা তাকে নিয়ে সিঙ্গাপুর যাচ্ছি। পুরো বডি চেকআপের জন্য। কিন্তু কিছু মানুষ ফেসবুক বা ইউটিউবে খুব বাজে বাজে ফেইক নিউজ দিচ্ছে। ব্যাক্তিগত ভাবে এটা আমার খুব খারাপ লাগছে।’

এহসান আরও বলেন, ‘এসব মিথ্যা সংবাদে কান দিবেন না। এধরনের কোন সংবাদ জানতে আপনারা অবশ্যই দেশের শীর্ষ সংবাদপত্রগুলোতে নজর দিবেন। তাছাড়া কোন ব্যাক্তির সম্পর্কে এমন কথা হলে তার পরিবারের ফেসবুকে নজর দিবেন। তারা কি বলছে তা দেখবেন।’

উল্লেখ্য, চিত্রনায়ক ওমর সানী অসুস্থ হয়ে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন ৫ মার্চ সোমবার সকালে। একটি রিং পরানো হয়েছে তার। ৭ মার্চে বাসায় ফিরেছেন তিনি। এখন ডাক্তারের পরামর্শে চলছেন ও ভালো আছেন।

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি