ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

ওরস্যালাইনের অপব্যবহারে কিডনি নষ্ট হতে পারে [ভিডিও]

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৬, ২৭ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ১০:৪৭, ১২ মার্চ ২০১৮

ওরস্যালাইনের অপব্যবহারে শিশুর কিডনি নষ্ট হওয়ার আশংকা রয়েছে। চিকিৎসকরা বলছেন, কম-বেশি নয়, রোগীর সুস্থতার জন্য নিয়ম মেনেই খাওয়াতে হবে ওরস্যালাইন। এজন্যে জনসচেতনা বাড়ানোরও তাগিদ দিয়েছেন তারা। 

পাতলা পায়খানা বা ডায়রিয়ায় আক্রান্ত হয়ে অসংখ্য মানুষ ভর্তি হন হাসপাতালে। রোগীদের বিশাল একটি অংশ শিশু। তাই তাদের দ্রুত সুংস্থ করতে অস্থির হয়ে উঠেন অভিভাবকরা।

নিয়ম অনুযায়ী আধা লিটার পানির সঙ্গে একটি ওরস্যালাইন মেশানোর কথা। কিন্তু সন্তানকে সুস্থ করতে, কেউ কেউ অনেক সময় আধা পোয়া পানিতেইে একটি ওরস্যালাইন মিশিয়ে ফেলেন।

এতে লবণ আর চিনির মাত্রা অনেক বেশি হয়ে যায়। যা কোমলমতি শিশুর কিডনি ও লিভার গ্রহণ করতে পারে না। ফলে নানা রোগে আক্রান্ত হয় শিশু। পানির সঙ্গে মেশানোর ১২ ঘণ্টা পর পর্যন্ত একটি ওরস্যালাইন কার্যকর থাকে বলে জানান চিকিৎসক।

এসএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি