ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

ওয়াটফোর্ডকে ২-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্সেনাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩৮, ২৯ সেপ্টেম্বর ২০১৮

ইংলিশ প্রিমিয়ার লিগে শেষ ৯ মিনিটের দুই গোলে ওয়াটফোর্ডকে উড়িয়ে দিয়েছে আর্সেনাল। আর এই জয়ের মধ্য দিয়ে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে উঠে এসেছে দলটি। বারবার আক্রমণ করার পরও যখন কোনো গোল পাচ্ছিল না চেলসি, তখন ম্যাচের ৮১ মিনিটে কাচকার্টের গোলে এগিয়ে যায আর্সেনাল।

এরপরই মেসুত ওজিলের গোলে ব্যবধান দ্বিগুণ করে আর্সেনাল। আফ্রিকান ফুটবলার আইয়ুবী ও আলেকজান্দ্রা ল্যাকেজের ওয়ান টু ওয়ান পাসে আবারও আক্রমণে যায় আর্সেনাল। পরে আলেকজান্দ্রার পাস থেকে বল পেয়ে সোজা ওয়াটফোর্ডের জালে বল পাঠিয়ে দেন মেসুত ওজিল। এর আগে কয়েকবার ওয়াটফোর্ডের গোলকিপার কয়েকটি বল সেভ করেন। তবে খেলার ৮১ মিনিটে রক্ষণ ভেঙ্গে বল নিয়ে ঢুকে পড়েন কাচকার্ট।

এমজে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি