ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

ওয়ানডেতে অস্ট্রেলিয়ার নেতৃত্বে পেইন, টি-টোয়েন্টিতে ফিঞ্চ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০০, ৮ মে ২০১৮

ইংল্যান্ড সফরে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলের নেতৃত্ব পেয়েছেন টিম পেইন। ইংল্যান্ড ও জিম্বাবুয়েতে দেশটির টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দেবেন অ্যারন ফিঞ্চ। টি-টোয়েন্টিতে বিস্ফোরক ব্যাটসম্যান ফিঞ্চের ডেপুটি করা হয়েছে উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারিকে। অস্ট্রেলিয়ার নতুন কোচ জাস্টিন ল্যাঙ্গারের পথ চলা শুরু হবে ইংল্যান্ড সফর দিয়ে। সেই সফরের ওয়ানডে দলে ফিরেছেন ন্যাথান লায়ন ও শন মার্শ।

আগামী ১৩ জুন লন্ডনের কেনিংটন ওভালে হবে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। ২৭ জুন বার্মিংহামের এজবাস্টনে হবে একমাত্র টি-টোয়েন্টি।

এক বছরের জন্য নিষিদ্ধ স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নারের অনুপস্থিতিতে নেতৃত্ব পেয়েছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান পেইন। তার এই অধিনায়কত্ব লম্বা সময়ের জন্য নাও হতে পারে।

অস্ট্রেলিয়ার ওয়ানডে দল: টিম পেইন (অধিনায়ক ও উইকেটরক্ষক), অ্যারন ফিঞ্চ (সহ-অধিনায়ক), অ্যাশন অ্যাগার, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), জশ হেইজেলউড, ট্র্যাভিস হেড, ন্যাথান লায়ন, গ্লেন ম্যাক্সওয়েল, শন মার্শ, ঝাই রিচার্ডসন, কেন রিচার্ডসন, ডার্চি শর্ট, বিলি স্ট্যানলেক, মার্কাস স্টয়নিস, অ্যান্ড্রু টাই।

অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দল: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক ও সহ-অধিনায়ক), অ্যাশন অ্যাগার, ট্র্যাভিস হেড, নিক ম্যাডিসন, গ্লেন ম্যাক্সওয়েল, ঝাই রিচার্ডসন, কেন রিচার্ডসন, ডার্চি শর্ট, বিলি স্যান্টলেক, মার্কাস স্টয়নিস, মিচেল সয়েপসন, অ্যান্ড্রু টাই, জ্যাক ওয়াইল্ডারমাথ।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি