ঢাকা, বৃহস্পতিবার   ০৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিলেন মুশফিকুর রহিম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৫, ৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেয়ার কথা জানিয়েছেন বাংলাদেশের ব্যাটার মুশফিকুর রহিম।

বুধবার রাতে এক পোস্টে নিজের অবসরের সিদ্ধান্তের কথা জানান এই তারকা।

ইংরেজিতে দেওয়া এক পোস্টে মুশফিকুর রহিম লিখেছেন, “আজ থেকে আমি ওয়ানডে ফরম্যাট থেকে আমার অবসর ঘোষণা করছি। আলহামদুলিল্লাহ্‌, সবকিছুর জন্য।”

মুশফিক আরও লেখেন, “বৈশ্বিক পর্যায়ে আমাদের অর্জন হয়তো সীমিত ছিল, কিন্তু একটা জিনিস নিশ্চিত যখনই আমি দেশের জন্য মাঠে নেমেছি, নিষ্ঠা ও সততার সঙ্গে একশ’ ভাগের বেশি দিয়েছি। গত কয়েক সপ্তাহ আমার জন্য খুবই কঠিন গিয়েছে। আমি এই উপলব্ধিতে এসেছি যে এটাই আমার গন্তব্য।”
 
এরপর পবিত্র কোরআনের বাণী উল্লেখ করে লেখেন, “আল্লাহ যাকে ইচ্ছে সম্মানিত করেন, যাকে ইচ্ছে লাঞ্ছিত করেন। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুক এবং সবাইকে সঠিক ইমান দান করুক।”
 
অবসর ঘোষণার শেষে পরিবার ও সমর্থকদের ধন্যবাদ জানিয়ে মুশফিক লেখেন, “সবশেষে , আমি আমার পরিবার, বন্ধু ও সমর্থকদের অশেষ ধন্যবাদ জানাতে চাই, যাদের জন্য আমি গত ১৯ বছর ধরে ক্রিকেট খেলেছি।”

মুশফিকুর রহিমের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে সমালোচনা হচ্ছিল। বিশেষ করে চ্যাম্পিয়ন্স ট্রফিতে রান খরায় ভুগেছেন এই ব্যাটার। এসব আলোচনার মধ্যেই ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলে দিলেন তিনি।
 
২০০৬ সালের আগস্টে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেকের পর গত ১৯ বছরে দেশের হয়ে মোট ২৭৪ ওয়ানডে খেলেছেন মুশফিক। যেখানে ৩৬.৪২ গড়ে ৯ সেঞ্চুরি ও ৪৯ ফিফটির কল্যাণে ৭৭৯৫ রান করেছেন এ উইকেটরক্ষক ব্যাটার।
 
এর আগে ২০২২ সালের সেপ্টেম্বরে টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি