ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

ওয়ানডে থেকে অবসরের ঘোষণা স্টোকসের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৯, ১৮ জুলাই ২০২২ | আপডেট: ১৯:০৫, ১৮ জুলাই ২০২২

ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ইংলিশ তারকা অলরাউন্ডার বেন স্টোকস। 

মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ডের তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে খেলে এই ফরম্যাটকে বিদায় জানাবেন তিনি।

সোমবার (১৮ জুলাই) তিনি এক টুইট বার্তায় এই ঘোষণা দেন। 

এ নিয়ে তিনি বলেন, “মঙ্গলবার (১৯ জুলাই) ডারহামে ইংল্যান্ডের হয়ে শেষ ওয়ানডে ম্যাচটি খেলব। এই ফরম্যাট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্ত নেওয়া আমার জন্য অনেক কঠিন ছিল। ইংল্যান্ডের সতীর্থদের সঙ্গে খেলার প্রতিটি মিনিট আমি উপভোগ করি।”

বেন স্টোকস বলেন, “সিদ্ধান্ত নেওয়া কঠিন হলেও এটা মেনে নেওয়া কঠিন ছিল না যে, এই ফরম্যাটে আমি এখন শতভাগ দিতে পারছি না। ইংল্যান্ডের জার্সি কোনো ব্যক্তি থেকে বড় না। তিনটি ফরম্যাটে খেলা চালিয়ে যাওয়া এখন আমার জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। কেবল আমার শরীর সায় দিচ্ছে না তা নয়, বরং টাইট সিডিউল এবং আমার কাছ থেকে যা আশা করা হচ্ছে সেটাও বড় কারণ। তাছাড়া আমার মনে হয়েছে, আমি অন্য একজনের জায়গা দখল করে আছি, যে কিনা জস বাটলার ও তার দলকে আরও ভালো সার্ভিস দিতে পারবে। সময় এসেছে অন্য কারো একজন ক্রিকেটারের নিজেকে উন্নীত করার এবং গত ১১ বছর ধরে আমি যেসব স্মৃতি তৈরি সেগুলো তৈরির।”

তিনি আরও বলেন, “আমার যা আছে আমি সব টেস্ট ক্রিকেটে দেব। এবং এই সিদ্ধান্তের কারণে এখন টি-টোয়েন্টি ফরম্যাটে কমিটমেন্ট সম্পূর্ণ পূর্ণ করতে পারবো। জস বাটলার, ম্যাথু মট ও অন্যান্য খেলোয়াড়দের তাদের সফলতার জন্য শুভ কামনা জানাই। গত সাত বছরে সাদা বলের ক্রিকেটে আমরা দারুণ একটি দল তৈরি করেছি এবং ভবিষ্যৎ বেশ উজ্জ্বল।”

মূলত টেস্ট ক্রিকেটে মনোনিবেশ করতেই ওয়ানডে থেকে সরে যাচ্ছেন ২০১৯ বিশ্বকাপ জয়ী তারকা। 

ইংল্যান্ডের হয়ে ৩১ বছর বয়সী এই ক্রিকেটার ১০১টি ওয়ানডে খেলেছেন। ২০১৯ বিশ্বকাপের ফাইনালে নিউ জিল্যান্ডের বিপক্ষে তিনি অপরাজিত ৮৪ রানের ইনিংস খেলে ইংল্যান্ডকে বিশ্বকাপের শিরোপা জিতিয়েছিলেন।


এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি