ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ওয়ানডে দলে ফিরলেন আফিফ-নাইম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৭, ১৭ জুন ২০২৩

Ekushey Television Ltd.

আফিফ হোসেন ও নাইম শেখকে ফিরিয়ে এনে আফগানিস্তানের বিপক্ষে আসন্ন  তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)।

ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে পাওয়া ইনজুরি থেকে সুস্থ হয়ে দলে ফিরেছেন পেসার তাসকিন আহমেদও।

ইনজুরির কারনে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট এবং ইংল্যান্ডে আইরিশদের বিপক্ষে  তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেলতে পারেননি তাসকিন। ঘরের মাঠে আজ শেষ হওয়া আফগানিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্ট দিয়ে দলে ফিরেছিলেন তাসকিন।

ঘরোয়া আসরে দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে দুই বছর পর ওয়ানডে দলে ফিরছেন নাইম। লিস্ট ‘এ’ টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ১৬ ম্যাচে ৭১ দশমিক ৬৯ গড়ে ৯৩২ রান করার পুরস্কার পেয়েছেন ২০২০ ও ২০২১ সালে দু’টি ওয়ানডে খেলা নাইম।

চলতি বছর ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর দলে জায়গা হারান আফিফ। এরপর ডিপিএলে ১৫ ম্যাচে ৫৫ গড়ে ৫৫০ রান করেন তিনি।

দল থেকে বাদ পড়েছেন রনি তালুকদার, মৃত্যুঞ্জয় চৌধুরী ও ইয়াসির আলী।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘এশিয়া কাপের আগে এটি হবে শেষ সিরিজ এবং আমরা কিছু খেলোয়াড়কে পরখ করে দেখতে চাই।  এজন্যই নাইম-আফিফকে দলে নেয়া হয়েছে।’

নান্নু  আরও বলেন, ‘পুনরায় দলে ফিরতে ঘরোয়া পর্যায়ে ভালো খেলেছেন দুজনই (আফিফ ও নাইম)।’

তিনি  জানান, তাসকিন দলে ফেরায় বাদ পড়তে হয়েছে মৃত্যুঞ্জয়কে। তবে ভবিষ্যত পরিকল্পনায় আছেন মৃত্যুঞ্জয়।
ব্যাখ্যা দিয়ে নান্নু  বলেন, ‘চেমসফোর্ডে তাসকিনের বদলি ছিলেন মৃত্যুঞ্জয়। যেহেতু তাসকিন দলে ফিরেছেন, স্বাভাবিকভাবেই বাদ পড়তে হয়েছে মৃত্যুঞ্জয়কে। টি-টোয়েন্টি ফরম্যাটের জন্য রনিকে বিবেচনা করছি আমরা। আপাতত বিবেচনায় নেই ইয়াসির।’

সূচি অনুযায়ী আগামী ৫, ৮ এবং ১১ জুলাই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবার কথা রয়েছে।

বাংলাদেশ দল : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, আফিফ হোসেন এবং নাইম শেখ।

সূত্র: বাসস

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি