ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষে দ. আফ্রিকা
প্রকাশিত : ২১:৪৩, ২০ অক্টোবর ২০১৭ | আপডেট: ১৬:৩২, ২১ অক্টোবর ২০১৭
টানা দুই ম্যাচে বাংলাদেশকে উড়িঁয়ে দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা। সেই সাথে ভারতকে পেছনে ফেলে ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করে নিয়েছে ফাফ ডু প্লেসির দল।
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রকাশিত সর্বশেষ ওয়ানডে র্যাঙ্কিংয়ে দক্ষিণ আফ্রিকার পরই রয়েছে ভারত। তৃতীয় স্থানে রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডের অবস্থান চারে। নিউজিল্যান্ড রয়েছে পাঁচে আর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির শিরাপা জয়ী পাকিস্তান ষষ্ঠ নাম্বারে।
এদিকে দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজ হারলেও সপ্তম স্থানেই রয়েছে বাংলাদেশ।
এমআর/ডুব্লিউএন