ঢাকা, মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫

ওয়ানডে সিরিজে খেলবেন মাশরাফি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৭, ২ ডিসেম্বর ২০১৮

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা নড়াইল-২ আসনে মনোনয়ন পেয়েছে। এটা পুরাতন নিউজ হলেও নতুন নিউজ হলো আগামী ৯ ডিসেম্বর ওয়ানডে সিরিজের সংসদ সদস্য এই প্রার্থীকে খেলার মাঠে দেখা যাবে। ইতোমধ্যে খেলার প্রস্তুতি শুরু দিয়েছে।

নির্বাচনের প্রার্থীতা ঘোষণার পরে মাশরাফি বিন মুর্তজা খেলার মাঠে দেখা মিলবে কি না তা নিয়ে অনেকটা সংশয় ছিল। তবে সব সংশয়কে দূরে ঠেলে শেষ পর্যন্ত তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেলবেন তিনি। তাঁর নেতৃত্বে ১৬ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। চোট কাটিয়ে দলে ফিরেছেন ওপেনার তামিম ইকবালও।

এ ছাড়া চোটের কারণে দ্বিতীয় টেস্টে খেলতে না পারা ওপেনার ইমরুল কায়েস ওয়ানডে সিরিজের দলে রয়েছেন। দীর্ঘদিন পর দলে ফিরেছেন অলরাউন্ডার সাইফুদ্দিন।

সিরিজের প্রথম ওয়ানডে ৯ ডিসেম্বর। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে ম্যাচটি। দ্বিতীয় ম্যাচটিও একই ভেন্যুতে ১১ ডিসেম্বর। আর ১৪ ডিসেম্বর সিলেটে হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে।

বাংলাদেশের ওয়ানডে দল : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ মিঠুন, সাইফ উদ্দিন, আবু হায়দার রনি ও আরিফুল হক।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি