ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

‘ওয়ান্ডার ওম্যান টু’ তে ডায়নাকে বাইসেক্সুয়াল দেখতে চায় দর্শক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৬, ২৮ সেপ্টেম্বর ২০১৭

সুপারহিরো ধাঁচের ছবি ওয়ান্ডার ওম্যানের ব্যবসায়িক সফলতার পর এবার ‘ওয়ান্ডার ওম্যান ২’র মুক্তির অপেক্ষায়। তবে এরার ‘ওয়ান্ডার ওম্যান ২’র চরিত্রে প্রিন্সেস ডায়ানাকে উভগামী বা বাইসেক্সুয়াল হিসেবে দেখতে চাইছে দর্শক।

দ্য ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, সম্প্রতি এলজিবিটিকিউ জনগণদের নিয়ে কাজ করা যুক্তরাষ্ট্র ভিত্তিক এক স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে এ আবেদনপত্রটি প্রচার করা হয়। আবেদনে উল্লেখ করা হয়েছে, ডিসি এর মূল কমিক্স ‘ওয়ান্ডার ওম্যান’ এ ডায়ানা প্রিন্সের উভকামীতা বা নারী, পুরুষ উভয়ের প্রতি আকৃষ্ট হওয়ার কথা লেখা আছে। তবে সিনেমায় তা দেখাতে অসুবিধা কোথায়?

ইতিমধ্যে ৫ হাজার ৮৮৫ জন দর্শক  নির্মাতার কাছে প্রিয় চরিত্র ডায়ানা প্রিন্সকে উভকামী বা বাইসেক্সুয়াল দেখতে চেয়েছেন ।

২০১৭ সালের ২ জুন মুক্তিপ্রাপ্ত ‘ওয়ান্ডার ওম্যান’এ মূল ভূমিকায় অভিনয় করেছেন মিস ইসরাইল গ্যাল গ্যাডট। এতে তার প্রেমিক স্টিভ ট্রেভর এর চরিত্রে দেখা গেছে হলিউড অভিনেতা ক্রিস পাইনকে। মুক্তির পরপরই সর্বশ্রেষ্ঠ নারী সুপারহিরো সিনেমা হিসেবে পরিচিতি পায় ছবিটি।

ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রুস আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, ২০১৯ সালের ১৩ ডিসেম্বর মুক্তি পাবে ‘ওয়ান্ডার ওম্যান ২’। মূল ছবির মতো এর সিক্যুয়েলেও মূল অভিনেত্রী হিসেবে গ্যাল গ্যাডট চুক্তিবদ্ধ হয়েছেন।

/এম//এআর

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি