ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

ওয়ার্নারের পাশে দাঁড়ালেন কাটার মাস্টার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৯, ১ এপ্রিল ২০১৮ | আপডেট: ২১:১৭, ১ এপ্রিল ২০১৮

ইন্ডিয়া প্রিমিয়ার লিগে (আইপিএল) ডেভিড ওয়ার্নারকে যতটা পাশে পেয়েছিলেন মোস্তাফিজুর রহমান অন্য কাউকে হয়তো তেমনটা পাননি। ডেভিড ওয়ার্নার ছিল কাটার মাস্টারের প্রধান পরামর্শক। নানা বিষয়ে তাকে সাহস যোগাতেন ওয়ার্নার। আর তাইতো প্রিয় সতীর্থের বিপদের দিনে পাশে দাঁড়ালেন ফিজ। টুইট করে জানালেন, তিনি ওয়ার্নারের পাশেই আছেন।

বলটেম্পারিং কাণ্ডে জড়িত থাকার অভিযোগে ক্রিকেট অস্ট্রেলিয়া রায়ে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন ডেভিড ওয়ার্নার। তিনি সাবেক-বর্তমান অনেকেরই সমর্থন পেয়েছেন, যেমন সমর্থন পেলেন ফিজের।

টুইটারে কাটার মাস্টার লিখেছেন, ‘আমার কাছে ডেভিড ওয়ার্নার মানেই একটা হাসি মুখ, যে সেরাটা দিতে সবসময় আমাকে অনুপ্রাণিত করে। আপনার বর্তমান অবস্থা মেনে নেওয়া সত্যিই কঠিন। দয়া করে ভেঙে পড়বেন না। শক্ত হন এবং ইতিবাচক থাকুন সহযোদ্ধা। আইপিএলে এবার আপনার নির্দেশনা মিস করবো।’

আইপিএলের এবারের আসরে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলবেন মোস্তাফিজ। সব ঠিক থাকলে এবার আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদকে নেতৃত্ব দিতেন ওয়ার্নার। কিন্তু নিষিদ্ধ হওয়ায় তা আর হল না।

 

আর / এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি