ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইনডেক্সে দ্বিতীয় সর্বনিম্ন অবস্থানে চীন
প্রকাশিত : ০০:০৭, ১০ মে ২০২৩
ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইনডেক্সে দ্বিতীয় সর্বনিম্ন অবস্থানে রয়েছে চীন। রিপোর্টার্স উইদাউট বর্ডারসের তথ্য বলছে, ১৮০টি দেশের মধ্যে এখন চীনের অবস্থান ১৭৯তম।
প্রতিবেদনে বলা হয়, বিশ্বে সবথেকে বেশি সাংবাদিকদের কারাবরণ ও প্রোপাগান্ডা ছড়ানো বিশ্বের অন্যতম দেশ উত্তর কোরিয়া। রিপোর্টার্স উইদাউট বর্ডারসের তালিকায় দেশটির অবস্থান সবার নিচে, ১৮০তম। অন্যদিকে সংবাদ প্রচারের সংকট রয়েছে চীনে।
ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইনডেক্স বলছে, সূচকে ব্যাপক পরিবর্তন দেখা যায়। যেমন, ব্রাজিলের ১৮ ধাপ উন্নতি হয়েছে। অন্যদিকে সেনেগালের ৩১ ধাপ পতন হয়েছে। এই অস্থিতিশীলতা দেশগুলোর সরকারের আক্রমণাত্মক আচরণের ফল। মিথ্যা কনটেন্টের কারখানা বৃদ্ধির ফলও এটি, যেগুলো মূলত অপতথ্য ছড়াচ্ছে।
বিষয়টি নিয়ে এর আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, “আমাদের অবস্থান দেখে আমি বিস্মিত হয়েছিলাম। আমি ভেবেছিলাম, আমাদের সবচেয়ে অনিয়ন্ত্রিত প্রেস রয়েছে এবং কেউ মৌলিকভাবে ভুল কিছু পাচ্ছে।”
তিনি বলেন, “আফগানিস্তান আমাদের চেয়েও স্বাধীন। কল্পনা করতে পারেন? আমি বলতে চাচ্ছি, আমি গণতন্ত্র সূচক, স্বাধীনতা সূচক, ধর্মীয় স্বাধীনতা সূচক এবং প্রেস ফ্রিডম ইনডেক্স দেখছি। এই প্রেস ফ্রিডম ইনডেক্স একটি মাইন্ড গেমস।”
গত বছর এই সূচকে ভারতের অবস্থান ছিল ১৫০। এবার তারা ১১ ধাপ পিছিয়েছে।
আরও পড়ুন