ওয়ালপেপার থেকে হতে পারে নানা অসুখ
প্রকাশিত : ১৫:৩৭, ২৭ জুন ২০১৭ | আপডেট: ১৪:৩৬, ২৮ জুন ২০১৭
ঘরের উজ্জ্বলতা বাড়াতে এক সময় হাল্কা রং দেওয়া হতো। কারণ, ঘরের দেয়াল সাদা বা অন্য কোনো হাল্কা রংয়ের হলে তাতে আলোর `রিফ্লেকশন` বেশি হয়। তাই ঘর বেশি ঝলমলে লাগে।
তারপরে খানিকটা স্বাদ বদল করে অনেকেই ঘরের ভেতরের রংয়ে পরিবর্তন আনতে শুরু করেন। এখনও ঘরের ভেতরের রং নিয়ে নিত্যনতুন পরীক্ষা-নিরীক্ষা চলছেই। তার সঙ্গে যোগ হয়েছে `ওয়ালপেপার`। নানা রকমের ছবি-আল্পনা-সিনারি আঁকা ওয়ালপেপার লাগিয়ে দিলেই ঝামেলা শেষ।
কিন্তু সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, ঘরের দেয়ালে লাগানো ওয়ালপেপার থেকে ঘরে বসবাসকারীদের নানা রকম অসুখ হতে পারে। ফ্রান্সের `ন্যাশনাল ভেটেরিনারি স্কুল অফ তোলু`র অধ্যাপক জ্যঁ-ডেনিস বেলি সম্প্রতি এই তথ্য পেশ করেছেন।
অধ্যাপক বেলির কথায়, দেয়ালের ওয়ালপেপারে এক ধরনের ফাংগাস বা ছত্রাক জন্মায়, যা থেকে মাইকোটক্সিন বেরোয়। এই টক্সিন নিঃশ্বাসের সঙ্গে মানুষের শরীরে প্রবেশ করলেই বিপদ।
গবেষণা বলছে, এই ধরনের অসুখকে `সিক বিল্ডিং সিনড্রোম` বলে। যা মূলত ঘরে থাকলেই অনুভূত হয়।
অধ্যাপক বেলি ও তাঁর গবেষকদল তিন ধরনের ছত্রাক নিয়ে পরীক্ষা চালান
- পেনিসিলিয়াম ব্রেভিকমপ্যাকটাম
- অ্যাসপারগাইলাস ভার্সিকালার
- স্ট্যাকিবোট্রিস চার্টারম
তাঁদের গবেষণায় বলা হয়েছে যে, এই ছত্রাকগুলি থেকে ভিন্ন ভিন্ন মাইকোটক্সিন বেরোয়। যা বাতাসের মাধ্যমে মানুষের শরীরে ঢুকে তাকে অসুস্থ করে দেয়।
`অ্যাপ্লায়েড অ্যান্ড এনভায়রনমেন্টাল মাইক্রোবায়োলজি` নামে একটি সায়েন্স জার্নালে ওয়ালপেপার-সংক্রান্ত এই তথ্য প্রকাশিত হয়। সেখানে বলা হয়েছে যে, ঘরে যথেষ্ট পরিমাণে আলো-বাতাস না ঢোকার ফলেই মূলত ওয়ালপেপারে এই ছত্রাকের বাড়বাড়ন্ত ঘটে।
সূত্র : ওয়েবএমডি