ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

ওয়াশিংটনে ঐতিহাসিক ফায়ারহাউজে অগ্নিকাণ্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২০, ১৬ ডিসেম্বর ২০২৩

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইউএস ক্যাপিটলের কাছে অবস্থিত ঐতিহাসিক ফায়ারহাউজে শুক্রবার (১৫ ডিসেম্বর) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তিনতলা বিশিষ্ট পুরনো ওই ভবনটিতে সংস্কারের কাজ চলছিল। মার্কিন বার্তাসংস্থা এপি এই খবর জানিয়েছে।

শুক্রবার সন্ধ্যায় ওল্ড ইঞ্জিন কোম্পানি নং ১২-এ আগুনের সূত্রপাত হয়, যেটি বর্তমানে ওয়াশিংটনের ব্লুমিংডেল পাড়ায় নর্থ ক্যাপিটল স্ট্রিটের পাশে একটি ঐতিহাসিক স্থান হিসেবে পরিচিত।

আগুন নেভাতে প্রায় ২৫টি ফায়ার ট্রাক এবং ১২৫ জন অগ্নিনির্বাপক কর্মী কাজ করেছিরেন, যাদের মধ্যে মেরিল্যান্ডের কাছাকাছি মন্টগোমারি কাউন্টির কয়েকজন ছিলো।

ডিসি ফায়ার এবং ইএমএস জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তবে আগুন নেভানোর সময় সংকেত পাঠালে ঘটনাস্থল থেকে এক দমকল কর্মীকে উদ্ধার করা হয়।

ফায়ার ডিপার্টমেন্টের এক মুখপাত্র ভিটো ম্যাগিওলো ওয়াশিংটন পোস্টকে বলেছেন, একটি গ্যাস লাইনের জ্বালানী থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক পোস্টে ডিসি ফায়ার জানিয়েছে, আগুন ফায়ারহাউজের সঙ্গে সংযুক্ত নতুন কমপ্লেক্সের একটি  চারতলা বিল্ডিংয়েও ছড়িয়ে পড়েছিল।

বিভাগটি আর জানায়, সতর্কতামূলকভাবে তখন বেশ কয়েকটি সংলগ্ন বাড়ি খালি করা হয়েছিল। তবে রাত ৯ টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে চলে আসে।

অলাভজনক ডিসি প্রিজার্ভেশন লীগ এর তথ্যমতে, ১৮৯৬ সালে ‘ওল্ড ইঞ্জিন কোম্পানি নং ১২’ ভবনটি নির্মিত হয়েছিল। ১৯৮৭ সালে এটি ফায়ার ডিপার্টমেন্টের আদেশে খালি করা হয়।

এমএম//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি