ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার টিনো বেস্টের জন্মদিন আজ

প্রকাশিত : ১৭:০৪, ২৬ আগস্ট ২০১৬ | আপডেট: ১৭:০৮, ২৬ আগস্ট ২০১৬

ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার টিনো বেস্ট। দলে ফাস্ট বোলার হিসেবে নিজেকে তোলে ধরেন  তিনি। ১৯৮১ সালে আজকের এই দিনে বার্বাডোজের সেন্ট মিশেলে জন্মগ্রহন করেন তিনি। পুরো নাম টিনো লা ব্রাট্রাম বেস্ট। তবে, সবার কাছে টিনো বেস্ট নামে পরিচিত।  ছোট বেলা থেকেই ক্রিকেট খেলতে পছন্দ করতেন তিনি। আর ভালো ক্রিকেট খেলায় অল্প সময়ে তারঁ ব্যাপক সুনাম ছড়িয়ে পড়ে। প্রথম স্কুল ভিত্তিক প্রতিযোগীতায় এবং পরে ধীরে ধীরে নিজ দেশের ক্লাব পর্যায়ে সুযোগ পান তিনি। ক্লাব পর্যায়ে ব্যাপক সাফল্যের পর ডাক পান জাতীয় দলে। ২০০৩ সালে টেস্টে এবং ২০০৪ সালে ওয়ানডেতে অভিষেক হয় তাঁর। মাঝে অবশ্য ইনজুরিতে পড়ে ২০০৪ থেকে ২০০৬ সাল পর্যন্ত খেলা থেকে একরকম দূরেই ছিলেন এই ডান হাতি বোলার। আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ দিন বিরতির কারণে খেলতে থাকেন ক্লাব পর্যায়ে। এছাড়া বর্তমানে বিভিন্ন ক্লাবের হয়ে টি-টুয়েন্টিতে ভাল করছেন বেস্ট। ২০১২ সালে ইনজুরি মুক্ত হয়ে টেস্ট ক্রিকেটে ফেরেন টিনো বেস্ট। ইংল্যান্ডের বিপক্ষে সে ম্যাচে মাঠে নেমেই রেকর্ড গড়েন এই বোলার। ১১ নম্বর খেলোয়াড় হিসেবে রামদিনের সঙ্গে জুটি বেধে ১৪৩ রানের নতুন রেকর্ড তৈরী হয়। যেখানে তাঁর ব্যক্তিগত সংগ্রহ ছিল ৯৫ রান।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি