ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৩, ১০ অক্টোবর ২০২৪

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘বি’ গ্রুপে আজ টস জয়ী ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ১৬ রানে হারিয়েছিলো স্কটল্যান্ডকে। ওই ম্যাচ জিতে দশ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে জয়ের দেখা পায় টাইগ্রেসরা।

বিশ^কাপে শুভ সূচনা করলেও দ্বিতীয় ম্যাচেই হারের স্বাদ পায় বাংলাদেশ। ইংল্যান্ডের কাছে ২১ রানে হেরে যায় টাইগ্রেসরা। ২ ম্যাচে ১টি করে জয়-হারে ২ পয়েন্ট নিয়ে পাঁচ দলের গ্রুপে চতুর্থস্থানে আছে বাংলাদেশ।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিতলেই সেমিফাইনালের দৌড়ে ভালোভাবে টিকে থাকবে বাংলাদেশ। হেরে গেলে সেমিতে খেলার আশা ফিকে হয়ে যাবে টাইগ্রেসদের। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের একাদশ অপরিবর্তিত রেখেছে বাংলাদেশ।

বাংলাদেশের মতই ২ ম্যাচে ১টি করে জয়-হারে ২ পয়েন্ট আছে ওয়েস্ট ইন্ডিজের। দক্ষিণ আফ্রিকার কাছে ১০ উইকেটে হারলেও স্কটল্যান্ডকে ৬ উইকেটে হারায় ক্যারিবীয়রা। বাংলাদেশের চেয়ে রান রেটে এগিয়ে টেবিলের তৃতীয়স্থানে আছে ওয়েস্ট ইন্ডিজ।

এখন পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তিন ম্যাচ খেলে সবগুলোতেই হেরেছে বাংলাদেশ। ২০১৪, ২০১৬ ও ২০১৮ সালে বিশ্বকাপের মঞ্চে তিনবার মুখোমুখি হয়েছিলো দু’দল।

বাংলাদেশ একাদশ : নিগার সুলতানা (অধিনায়ক), সাথী রানী, দিলারা আকতার, সোবহানা মোস্তারি, তাজ নেহার, স্বর্ণা আকতার, রিতু মনি, ফাহিমা খাতুন, রাবেয়া খান, নাহিদা আকতার ও মারুফা আকতার।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ : হেইলি ম্যাথুস (অধিনায়ক), স্টাফানি টেলর, কিয়ানা জোসেফ, শেমাইন ক্যাম্পবেল, ডিয়ানন্দ্রা ডোটিন, চিনেল হেনরি, আলিয়া অ্যালেইন, ম্যান্ডি মাংরু, আফি ফ্লেচার, আশমিনি মুনিসার ও কারিশমা রামহারাক।

সূত্র: বাসস


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি