ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৬ উইকেটে ২৮৬ রান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৩, ১ মে ২০১৭ | আপডেট: ১১:১৯, ১ মে ২০১৭

সিরিজের দ্বিতীয় টেস্টে পাকিস্তানের বিপক্ষে প্রথম দিন শেষে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৬ উইকেটে ২৮৬ রান।
বার্বাডোজের কেনসিংটন ওভালে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ক্যারিবীয়রা। তবে, শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। দলীয় ১২ রানে আউট হন ওপেনার ব্র্যাথওয়েট। এরপর দলীয় স্কোরে আর ১ রান যোগ হতেই সাজঘরে ফিরেন ১ রান করা শিমরন হ্যাটমিয়ার। দলের পক্ষে সর্বোচ্চ ১৩১ রানে রোস্টন চেজ ও ৫৮ রানে অপরাজিত আছেন জেসন হোল্ডার। দুটি করে উইকেট পেয়েছেন মোহাম্মদ আমির ও মোহাম্মদ আব্বাস। তিন ম্যাচ টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে রয়েছে সফরকারী পাকিস্তান।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি