ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

ওয়েস্ট ইন্ডিজ দলে ফিরেছেন ডেভন স্মিথ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪০, ২৬ মে ২০১৮

শ্রীলংকার বিপেক্ষ আসন্ন হোম সিরিজের জন্য ১৩ সদস্যের টেস্ট দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। তিন ম্যাচ টেস্ট সিরিজের জন্য ঘোষিত এই দলে দীর্ঘ তিন বছর পর জাতীয় দলে ফিরেছেন ওপেনার ডেভন স্মিথ। সর্বশেষ সিরিজের থেকে বাদ পড়েছেন চার জন ক্রিকেটার। ২০০৩-এ টেস্ট ক্রিকেটে অভিষেক হওয়ার পর ২০১৫ পর্যন্ত ক্যারিবীয়দের হয়ে মাত্র ৩৮টি টেস্ট খেলেছেন ৩৬ বছর বয়সী স্মিথ। স্মিথের ফেরার এই সিরিজে প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান জামার হ্যামিল্টন।

সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের ইংল্যান্ড সফরে ভালো করায় তাকে দলে ডেকে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।
সর্বশেষ সিরিজেরে দল থেকে বাদ পড়া চার ক্রিকেটার হলেন সুনিল অ্যামব্রিস, জার্মেইন ব্ল্যাকউড, আলজারি জোসেফ ও র‌্যামন রেইফার।
 
ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দল :
জেসন হোল্ডার (অধিনায়ক), দেবেন্দ্র বিশু, ক্রেইগ ব্রাফেট, রোস্টন চেজ, মিগুয়েল কামিনস, শেন ডারউইচ (উইকেটরক্ষক), শ্যানন গ্যাব্রিয়েল, জামার হ্যামিল্টন (উইকেটরক্ষক), শিমরন হেটমায়ার, শাই হোপ, কিরন পাওয়েল, কেমার রোচ ও ডেভন স্মিথ।

এস এ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি