ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

ঔষুধ শিল্প সমিতির উদ্যোগে কর্মশালা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৫২, ৮ নভেম্বর ২০১৮

বাংলাদেশ ঔষুধ শিল্প সমিতি (Bangladesh Association of Pharmaceutical Industries -BAPI) ও Yunnan-Bengal Business Information Consultation Co. Ltd. (YNBBIC) এর যৌথ উদ্যোগে আগামী ১১ নভেম্বর ২০১৮ থেকে ১৭ নভেম্বর ২০১৮ পর্যন্ত ৭ দিনব্যাপী চীন এর ৫টি প্রদেশে (Beijing, Congzho, Hanzhou, Fuanzho, Kunming) ঔষধের কাঁচামাল/এপিআই (Active Pharmaceutical Ingredients) সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত কর্মশালায় অংশগ্রহণের জন্য ঔষুধ শিল্প সমিতির প্রতিনিধিগণ আগামী শনিবার (১০ নভেম্বর ২০১৮) চীন এর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।

বাংলাদেশ ঔষুধ শিল্প সমিতির মহাসচিব এস এম শফিউজ্জামান এর নেতৃত্বে সমিতির ১৭টি সদস্য প্রতিষ্ঠানের (দি একমি ল্যাবরেটরীজ লি:, এরিষ্টোফার্মা লি:, বীকন ফার্মাসিউটিক্যালস লি:, বায়োফার্মা লি:, ডেল্টা ফার্মা লি:, এসকেএফ ফার্মাসিউটিক্যালস লি:, জেনারেল ফার্মাসিউটিক্যালস লি:, হাডসন ফার্মাসিউটিক্যালস লি:, হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লি:, জেসন ফার্মাসিউটিক্যালস লি:, পপুলার ফার্মাসিউটিক্যালস লি:, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লি:, ইউনিমেড এন্ড ইউনিহেলথ ম্যানুফ্যাকচারার্স লি:, হোয়াইট হর্স ফার্মাসিউটিক্যালস লি:, নেক্সাস ইন্টারন্যাশনাল লি: ইত্যাদি) ৩০ জন প্রতিনিধি ঔষধের কাঁচামাল সংক্রান্ত বিভিন্ন কর্মশালায় অংশগ্রহণ করবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলায় এপিআই শিল্প পার্ক উদ্বোধন করেছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের উন্নয়ন যাত্রা অব্যাহত রাখার পাশাপাশি ঔষুধ শিল্পকে এগিয়ে নিতে বাংলাদেশ ঔষুধ শিল্প সমিতি বদ্ধপরিকর। তাই সমিতির লক্ষ্য এপিআই শিল্প পার্কের দ্রুত বাস্তবায়ন ও সম্ভাব্য কম সময়ে উৎপাদন শুরু করা। এই উদ্দেশ্যে সমিতির প্রতিনিধিদল এই সফরে চীনের ঔষধের কাঁচামাল উৎপাদনকারী গুরুত্বপূর্ণ কারখানাসমূহ পরিদর্শনের পাশাপাশি প্রযুক্তি বিনিময়, বিনিয়োগ সহযোগিতাসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে চীনের প্রতিনিধিবৃন্দের সঙ্গে আলোচনা করবেন, যা ভবিষ্যতে বাংলাদেশে ঔষুধের কাঁচামাল উৎপাদনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

এসএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি