ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

কওমী মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাকে মূল ধারায় অন্তর্ভুক্ত করতে স্বীক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৬, ১৪ এপ্রিল ২০১৭

কওমী মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাকে মূল ধারায় অন্তর্ভুক্ত করতে স্বীকৃতি দেয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ’নিয়ে জনমনে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানান তিনি।
সকালে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, একটা বৃহৎ জনগোষ্ঠী কওমি মাদ্রাসায় পড়াশোনা করে। হেফাজতের সঙ্গে আওয়ামী লীগের কোন জোট হয়নি বলেও মন্তব্য করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। আওয়ামী লীগ প্রগতিশীল রাজনীতিতে বিশ্বাসী উল্লেখ করে, ধর্ম নিয়ে রাজনীতি বিএনপির জাতিগত অভ্যাস বলেও অভিযোগ করেন ওবায়দুল কাদের।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি