ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

কক্সবাজারের টেকনাফকে ঘিরে এক্সক্লুসিভ জোন করার উদ্যোগ

প্রকাশিত : ১৬:২৬, ১৩ জুলাই ২০১৬ | আপডেট: ১৬:২৬, ১৩ জুলাই ২০১৬

পর্যটন সম্ভাবনা কাজে লাগতে কক্সবাজারের টেকনাফকে ঘিরে এক্সক্লুসিভ জোন করার উদ্যোগ নিয়েছে সরকার। পর্যটন শিল্পের বিকাশে এ বছরের নভেম্বরে শুরু হচ্ছে এডভেঞ্চার ট্যুরিজমের কার্যক্রম। পাশাপাশি বন্দর নগরীর বিভিন্ন আর্কষনীয় স্থান ও পারকী বিচ ঘিরে নেয়া হয়েছে নানা পরিকল্পনা। একুশে টেলিভিশনকে এসব তথ্য জানিয়েছেন রাশেদ খান মেনন। বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকত থাকা সত্বেও অবকাঠামোগত সমস্যা, নিরাপত্তা এবং পর্যটকদের আকৃষ্ট করার মত কিছু না থাকায় সম্ভাবনাময় এই খাতে পিছিয়ে আছে বাংলাদেশ। এবার পর্যটক আকর্ষণে সব ধরনের বিনোদনের ব্যবস্থাসহ কক্সবাজারের টেকনাফে এক্সক্লুসিভ জোন করতে যাচ্ছে সরকার। আর  এ বছরের নভেম্বরে এডভেঞ্চার ট্যুরিজমের কার্যক্রম শুরুর কথা জানালেন পর্যটনমন্ত্রী। শুধু কক্সবাজার নয়, চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন আর্কষনীয় স্থান এবং পারকী বিচ ঘিরে পর্যটন শিল্পের বিকাশে নানামুখী উদ্যোগের কথাও জানান মন্ত্রী। এদিকে পারকি বিচের উন্নয়নে এরইমধ্যে ৪৪ একর জমি অধিগ্রহনের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। পর্যটন শিল্প বিকাশে সরকারের এসব পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবি সংশ্লিষ্টদের।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি