ঢাকা, বুধবার   ১২ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

কক্সবাজারের সাবেক ডিসি রুহুল আমিনের আত্মসমর্পণ, কারাগারে প্রেরণ

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৭:০১, ৯ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

কক্সবাজারে সাবেক জেলা প্রশাসক (ডিসি) মো. রুহুল আমিনকে জামিন নামন্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। এর আগে আদালতে আত্মসমর্পণ করেন তিনি।

আজ রোববার দুপুর ১২টার দিকে ভূমি অধিগ্রহণ মামলার নথি জালিয়াতির অভিযোগের একটি মামলায় কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুন্সী আব্দুল মজিদ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) সিরাজ উল্লাহ বিষয়টি নিশ্চিত করেন।

আদালত সূত্রে জানা গেছে, কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীর বাসিন্দা একে এম কায়সারুল ইসলাম চৌধুরী বাদি হয়ে মামলাটি দায়ের করেন। গত ২০১৪ সালের ১৯ নভেম্বর মাতারবাড়ি তাপ বিদ্যুৎকেন্দ্র নির্মাণের ভূমি অধিগ্রহণের প্রায় ২০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে কক্সবাজারের জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে তৎকালীন জেলা প্রশাসক মো. রুহুল আমিনকে প্রধান আসামি করে ২৮ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। 

আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশ দেন।

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) সিরাজ উল্লাহ বলেন, কক্সবাজারে ভূমি অধিগ্রহণ মামলার নথি জালিয়াতির অভিযোগে সাবেক জেলা প্রশাসক মো. রুহুল আমিনকে কারাগারে পাঠানো হয়েছে। মামলার নথি জালিয়াতির বিষয়টি জানতে বাদী আরেকটি মামলা দায়ের করেন।

পরে দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন গত বছরের ১ জুলাই আদালতে পাঁচজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এই ঘটনায় আজ কক্সবাজারের সাবেক ডিসি রুহুল আমিন আদালতে আত্মসমর্পণ করেন। 

আদালত জামিন নামন্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি