ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

কক্সবাজারে চলছে রাখাইনদের জলকেলি উৎসব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৪, ১৮ এপ্রিল ২০১৭ | আপডেট: ০৯:৩৭, ১৮ এপ্রিল ২০১৭

নানা আয়োজনের মধ্য দিয়ে কক্সবাজারে চলছে রাখাইনদের জলকেলি উৎসব। ৩ দিন ব্যাপী এই উৎসবের মাধ্যমে পুরনো বছরকে বিদায় জানিয়ে নববর্ষকে বরণ করে রাখাইন সম্প্রদায়। নতুন রঙ্গে সেজে নাচ গান আর আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠে তরুণ-তরুণীরা। 

রাখাইন ভাষায় সাংগ্রেং পোয়ে। একে অন্যের গায়ে জল ছিটিয়ে নতুন শুভ্রতায় বর্ষবরণে, রাখাইনদের এ রীতি চলে আসছে আবহমান কাল থেকেই। রাখাইন সম্প্রদায়ের পঞ্জিকা অনুসারে, ১৭ এপ্রিল থেকে শুরু ১৩৭৯ নতুন রাখাইন বর্ষ। কক্সবাজারে এবার উৎসবে চলছে আরো নতুন মাত্রায়।

সোমবার শুরু হওয়া উৎসবে রাখাইন তরুণ-তরুণীরা, নতুন পোশাকে সেজে সম্প্রীতির বন্ধনে পানি বর্ষণ করে। এছাড়া এলাকা ভিত্তিক শোভযাত্রা, বিশেষ ঘন্টা বাজিয়ে কিয়াং সহ প্যান্ডেল পরিদর্শন, মাটির কলসী, ‘কল্প তরু’ বহনসহ নানা আয়োজনে সামিল হয় রাখইন সম্প্রদায়ের মানুষ।

উৎসববে যোগ দেন বিভিন্ন জায়গা থেকে আগত পর্যটকরাও।

আয়োজন নির্বিঘ্ন করতে তৎপর সংশ্লিষ্টরা।

জেলার টেকনাফ, মহেশখালী ও উখিয়াসহ অন্যান্য জায়গায়ও জলকেলি উৎসবে মাতে রাখাইনরা। উৎসবে চলবে ১৯শে এপ্রিল পর্যন্ত।

আরও দেখুন (ভিডিও)


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি