ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

কক্সবাজারে পুকুরের পানিতে ডুবে ২ স্কুলছাত্রের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪১, ৪ এপ্রিল ২০১৭ | আপডেট: ১৮:৫০, ৪ এপ্রিল ২০১৭

কক্সবাজারে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা গেছে দুই স্কুলছাত্র। শহরের টেকপাড়া এলাকায় এ দুর্ঘনা ঘটে।

নিহতরা টেকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র রাব্বী ও তৃতীয় শ্রেণীর ছাত্র গিয়াস উদ্দিন। পুলিশ জানায়, দুপুরে ক্লাশের বিরতির সময় সহপাঠীদের সঙ্গে স্কুলের পাশের টেকপাড়ার পুকুরে গোসল করতে নামে তারা। সাঁতার না জানায় এক পর্যায়ে রাব্বী ও গিয়াস পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি