ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

কক্সবাজারে প্রাইভেট কার- ট্রাক সংঘর্ষে ২জন নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৯, ৪ এপ্রিল ২০১৭ | আপডেট: ১৮:৫০, ৪ এপ্রিল ২০১৭

কক্সবাজারের চকরিয়ায় প্রাইভেট কার- ট্রাক সংঘর্ষে ২জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৮জন।

মঙ্গলবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার বরইতলীর বানিয়ারছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ইটবাহী ট্রাকটি পেকুয়া থেকে লামা এবং গাড়িটি লামার ফাইতং থেকে চকরিয়া যাচ্ছিল। বানিয়াছড়ায় দুটি গাড়ির সংঘর্ষে নিহত হয় ট্রাকের শ্রমিক কায়সার হামিদ ও নাজির হোসেন। আহত হয় গাড়িতে থাকা যাত্রীসহ ৮ জন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে গাড়ি দু’টি জব্দ করেছে পুলিশ।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি