ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে যুবক খুন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৯, ১৬ মার্চ ২০১৮

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে নুরুল হাকিম (৩২) নামে এক রোহিঙ্গাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে খুন করেছে আরেক রোহিঙ্গা।

শুক্রবার ভোরে কুতুপালং ক্যাম্পে এ ঘটনা ঘটে। নিহত রোহিঙ্গা নুরুল হাকিম ডি-৪ ব্লকের নুর মোহাম্মদের ছেলে বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, হাকিমের দুই স্ত্রীর একজন বান্দরবান থাকে ও অন্যজন থাকে ক্যাম্পে। বান্দরবানে থাকা স্ত্রী বৃহস্পতিবার সন্তানদের দেখতে ক্যাম্পে আসলে তার পরিচয় জানতে চায় একই ওয়ার্ডের রশিদ আহমদের ছেলে মো. রফিক। এ নিয়ে দুই পরিবারের মধ্যে কথা কাটাকাটি হয়।

এরই জের ধরে শুক্রবার ভোর রাতে মো. রফিক হাতুড়ি দিয়ে পিটিয়ে হাকিমকে হত্যা করে। ঘটনার পরপরই রফিক পালিয়ে যায়। তবে ঘটনায় জড়িত থাকার দায়ে ক্যাম্পে ডি-৪ ব্লকের মাঝি শামসুকে আটক করা হয়েছে। পাশাপাশি ঘটনার মূল রহস্য বের করার চেষ্টাও চলছে বলে জানিয়েছে পুলিশ।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি