ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কক্সবাজার ছাড়ছেন আটকে পড়া পর্যটকরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৯, ২৪ জুলাই ২০২৪

Ekushey Television Ltd.

কারাফিউ শিথিল করায় স্বাভাবিক হতে শুরু করেছে কক্সবাজার।

বুধবার ভোর থেকে দূর পাল্লার বাসে আটক পড়া পর্যটকরা ফিরতে শুরু করেন। যান চলাচল ও কক্সবাজার-চট্টগ্রাম ও ঢাকার সঙ্গে সড়ক যোগাযোগ স্বাভাবিক হওয়ায় তারা নিজ নিজ গন্তব্যে ফিরতে শুরু করেছে।

আটকে পড়া পর্যটকদের ফিরতে আর কোন সমস্যা হচ্ছে না। সংশ্লিষ্টরা বলছেন, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে প্রায় ১০ হাজারের বেশি পর্যটক আটকা পড়েছিলো।

গেলো মঙ্গলবার সকাল থেকে আটকে পড়া এসব পর্যটকদের বাসে আইনশৃংখলা বাহিনীর সহায়তা ঢাকায় পৌঁছানোর ব্যবস্থা করেন কক্সবাজার জেলা প্রশাসন।

প্রথম দিনে তৃতীয় দফায় ৭৫টি বাসে প্রায় ৩ হাজার পর্যটক ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ছাড়েন।

এসবি/  


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি