ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

কক্সবাজার মেরিন ড্রাইভে বস্তায় মিলল ৭ লাখ ইয়াবা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১৮, ১০ আগস্ট ২০২৩

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সংলগ্ন ঝাউবাগান থেকে ৭ লাখ ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড। তবে এই ঘটনায় কাউকে আটক করা যায়নি।

কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান বলেন কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সংলগ্ন টেকনাফের মিটা পানিরছড়া ঘাট হয়ে ইয়াবার একটি বড় চালান মিয়ানমার থেকে আসছে এমন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার দুপুরে ওই স্থানে অভিযান চালায় কোস্টগার্ড’র একটি টিম।

তিনি জানান- একটি ফিশিং বোট মেরিন ড্রাইভ সংলগ্ন মিঠা পানিরছড়া ঘাটে ভিড়ে। কয়েকটি বস্তাসহ ৪ ব্যক্তিকে ঘাটে নামিয়ে দিয়ে বোটটি চলে যায়। বোট হতে নামা ব্যক্তিদের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যরা তাদের থামার সংকেত দেয়। এই সময়ে অজ্ঞাত ওই ব্যাক্তিরা ঝাউবনে বস্তাগুলো ফেলে দৌঁড়ে পালিয়ে যায়। পরে কোস্টগার্ড বস্তাগুলো তল্লাশি করে ভেতর থেকে ৭ লাখ ইয়াবা উদ্ধার করে।

কোস্টগার্ড কর্মকর্তা জানান- পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত ইয়াবা টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে মামলা দায়ের করা হয়েছে। 

সূত্র: বাসস

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি