ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কক্সবাজার সৈকতে গোসলে নেমে যুবকের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ০৮:১৬, ২১ অক্টোবর ২০২৪

Ekushey Television Ltd.

কক্সবাজারে সৈকতে গোসলে নেমে মো: সায়মন (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার বিকাল ৪টারদিকে কক্সবাজার সমুদ্রসৈকতের কলাতলী পয়েন্টে এ ঘটনা ঘটেছে। নিহত যুবক কক্সবাজারের উখিয়া উপজেলার পালাখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শাহ আলমের ছেলে।

কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: তানভীর হোসেন সত্যতা নিশ্চিত করে জানান, রবিবার বিকালে কক্সবাজার সৈকতের কলাতলী সৈকত পয়েন্টে মো: সায়মন সহ তিন বন্ধু মিলে সৈকতে গোসল করতে নামেন।

তারা তিনজনই টিউব নিয়ে গোসলে নেমেছিলেন। এক পর্যায়ে সায়মনের সঙ্গে থাকা টিউবটি ঢেউয়ের ধাক্কায় ছিটকে ভেসে যায়। এতে স্রোতের টানে সায়মন ভেসে যেতে থাকেন।

এ সময় বন্ধুদের চিৎকারে স্থানীয় লাইফগার্ড কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে খোঁজ নিলেও সায়মনের সন্ধান পাননি।

পরে বিকাল সাড়ে ৫ টার দিকে সৈকতের কলাতলী পয়েন্ট থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। এসময় তাকে দ্রুত কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক সায়মনকে মৃত ঘোষণা করেন।
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি