ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কঙ্গনার ৩০ কোটির বাড়ি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০০, ১৭ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

মনিকর্ণিকার শুটিংয়ে ব্যস্ত রয়েছেন কঙ্গনা। এরই মধ্যে বাড়ি বদলানোর দিদ্ধান্ত নিচ্ছেন কঙ্গনা রানাউত। আর কয়েক দিনের মধ্যেই হিমাচল প্রদেশের মানালির বাড়িতে সপরিবারে চলে যাবেন বলিউড ‘কুইন’। বর্তমানে মানালির বাড়ি সাজাতে ব্যস্ত হয়ে পড়েছেন তিনি।

শোনা যাচ্ছে, ১০ কোটি টাকা দিয়ে মানালির ওই বাড়ি কেনেন কঙ্গনা। বাড়ি কেনার পর তা সাজাতে ২০ কোটি খরচ হয় কঙ্গনার। কিন্তু, এখানেই শেষ নয়, শোনা যাচ্ছে, বাড়ি, ঘর সাজাতে প্রায় ৩০ কোটি খরচ করেছেন বলিউড ‘কুইন’। আর এবার সেই বাড়িতে বসবাস করতে চাইছেন তিনি।

জানা যাচ্ছে, মানালিতে কঙ্গনার বাড়িতে রয়েছে ৮টি শোয়ার ঘর, প্রত্যেকটি শোয়ার ঘরের সঙ্গে রয়েছে একটি করে ব্যালকনি, বিশাল বড় একটি ডাইনিং হল, ফায়ারপ্লেস, একটি জিম এবং একটি যোগ করার ঘর।

এদিকে নতুন বাড়িতে যাওয়ার আগে গৃহ প্রবেশ সেরে ফেলেছেন কঙ্গনা। সেই পুজাতে কঙ্গনার দিদি, দিদির ছেলে পৃথিবী সহ পরিবারের সবাই উপস্থিত ছিলেন।

সূত্র : জি নিউজ

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি