ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

কথা বলতে পারেন না ম্যারাডোনা, অ্যা...অ্যা শব্দ করেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৭, ২৯ নভেম্বর ২০১৮

দিয়েগো ম্যারাডোনা। নেশায় বুঁদ হয়ে থাকতেই বেশ পছন্দ তার। আর্জেন্টাইন এই কিংবদন্তির উপর এমন অভিযোগ নতুন কিছু নয়। কিন্তু তিনি কী সারাদিনই নেশাগ্রস্থ অবস্থায় থাকেন? নাকি সাক্ষাৎকার দেওয়ার সময় তার উপর অন্য কোন নেশার প্রভাব থাকে! এমনই কিছু প্রশ্ন এখন সবার মনে। কারণ অবশ্য রয়েছে। আলোচনা ঘিরে রয়েছে তার কিছু সাক্ষাৎকার। যেটা তিনি দোরাদোসের একটা ম্যাচ খেলার পর এক টিভি চ্যানেলকে দিয়েছেন।
এক মেক্সিকান উপস্থাপক তাকে ম্যাচ শেষে প্রশ্ন করেন। জানতে চান, মেক্সিকোর ফুটবলের মান সম্পর্কে আপনার কী মত? আপনি তো বেশ কিছুদিন মেক্সিকোর ফুটবল দলের সঙ্গে রইলেন। উপস্থাপক আশা করেছিলেন, ম্যারাডোনার থেকে যুতসই উত্তরের। কিন্তু হল ঠিক তার উল্টো। তিনি মুখে আজবভাবে অ্যা...অ্যা শব্দ করতে থাকেন। তার পর যে উত্তরটা দিলেন সেটাও জগাখিচুরি মার্কা। আর সেই অ্যা... অ্যা শব্দ করতে করতে তিনি যে সময়টা কাটালেন তাতে আপনি অনায়াসে অনেক কাজ করে আসতে পারবেন। যদিও এমনটা এই প্রথম নয়। এর আগেও তিনি সাক্ষাৎকার দেওয়ার সময় মুখে কথা কম বলে এমন অ্যা...অ্যা শব্দই বেশি করেন।

দেখুন ভিডিও :


সূত্র : আনন্দবাজার
এসএ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি