কনফেডারেশন্স কাপ ফুটবলে চিলির মুখোমুখি হবে জার্মানি
প্রকাশিত : ১৫:৩৯, ২২ জুন ২০১৭ | আপডেট: ১৫:৪৫, ২২ জুন ২০১৭
কনফেডারেশন্স কাপ ফুটবলে রাতে চিলির মুখোমুখি হবে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি।
ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১২টায়। বি গ্র“প থেকে ১ ম্যাচে এক জয়ে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে চিলি। আর সমান জয়ে সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে জার্মানি। নিজেদের প্রথম ম্যাচে ক্যামেরুনকে ২-০ গোলে হারিয়েছে চিলি আর অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩-২ গোলে জয় পেয়েছে জার্মানি। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির বিপক্ষে জয় পাওয়া সম্ভব বলে মনে করেন চিলির কোচ জুয়ান আন্টোনিও পিজি। আর নিজেদের জয়ের ধারাবাহিকতা ধরে রেখে এই ম্যাচে প্রতিপক্ষকে হারিয়ে এগিয়ে যেতে চায় জার্মানি।