কন্টেইনার ট্রেনে কাটা পড়ে দুই বোনের মৃত্যু
প্রকাশিত : ২৩:৪০, ৪ অক্টোবর ২০১৮
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের নিচে কাটা পড়ে আপন মারা গেলেন দুই বোন। বৃহস্পতিবার বিকালে ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়া শিমরাইলকান্দিতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বিজয়নগর উপজেলার ইসলামপুর গ্রামের শফিকুল ইসলামের মেয়ে পুষ্প আক্তার (১৩) ও শিরীনা আক্তার (১৪)। শিরীনা আক্তার মাদ্রাসায় এবং পুষ্প আক্তার স্থানীয় নিয়াজ মুহাম্মদ স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকালে আখাউড়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি কন্টেইনার ট্রেন শিমরাইলকান্দি এলাকা অতিক্রমকালে রেললাইনের ওপর দিয়ে হেঁটে যাওয়ার সময় তারা ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের সুরতহাল রিপোর্ট তৈরি করেন।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ সানাউল ইসলাম জানান, বিকালে ওই দুই কিশোরী রেললাইনের পাশ দিয়ে হাঁটছিল। এ সময় ট্রেনের নিচে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
এসএইচ/
আরও পড়ুন