ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

কন্যাশিশুর চলার পথ এখনো মসৃন নয় (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৬, ৩০ সেপ্টেম্বর ২০২০

মহামারীর এ সময়ে বেড়েছে বাল্যবিবাহ এবং কন্যা শিশু নির্যাতন ও ধর্ষণের মতো অপরাধ। গেলো আগস্ট মাসে ৭২টি ধর্ষণের ঘটনায় ৪৯টিই কন্যাশিশু। এ তথ্য বাংলাদেশ মহিলা পরিষদের। 

নারী নেত্রীরা বলছেন, নারীর অগ্রযাত্রায় অনেক সফলতা যুক্ত হলেও কন্যাশিশুর চলার পথ এখনো মসৃন নয়। এ অবস্থায় শিক্ষা, পুষ্টি থেকে শুরু করে সম্পদের অধিকার ও নেতৃত্ব বিকাশে সুযোগ তৈরি করে দিতে অচলায়তন ভাঙার আহ্বান তাদের।

রাষ্ট্রের শ্লোগান- ‘ছেলে-মেয়ের সমান অধিকার’, কিন্তু বাস্তবতা কি? একটি কন্যা শিশু কি সমান সুযোগ, সমান অধিকার নিয়ে বেড়ে উঠতে পারছে? পারিপার্শ্বিক নানা ঘটনা জন্ম দেয় নানা প্রশ্নের।

পদে পদে বাধা। ধর্ষণ, বাল্যবিবাহ, নির্যাতনের শিকার নারীরা। বাংলাদেশ মহিলা পরিষদের তথ্য বেলছে, গেলো আগস্টে ৭২ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন এর মধ্যে ৪৯টিই শিশু। ৩২টি গণধর্ষণের ঘটনায় শিশু ১৪টি।

বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সালমা আলী বলেন, ‘বাল্য বিবাহ কিন্তু অনেক বেড়ে গেছে। এ কারণে তাদের স্কুলে যাওয়াও বন্ধ। শহর কিংবা গ্রাম সর্বত্রই তারা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।’

তিনি আরও বলেন, ‘মহামারির কারণে অনেক পরিবার বেকার হয়ে পড়েছে। ফলে অনেক পরিবারের কন্যা শিশুর বিয়ে হয়ে যাচ্ছে। তাছাড়া এ সময়ে অনেক প্রবাসী দেশে ফিরে এসেছে। এটিও বাল্য বিবাহের অন্যতম কারণ।’

নারী নেত্রীরা বলছেন, অচলায়তন ভেঙে, নিজেকে রক্ষার শিক্ষা পরিবারকেই দিতে হবে। সালমা আলী আরও বলেন, ‘নারী তার যোগ্যতায়, শিক্ষায় নিজেকে আজ যে জায়গায় নিয়ে গেছে সেটি কিন্তু কেউ তাকে করে দেয়নি, সে তার নিজের চেষ্টায় এখানে এসে পৌঁছেছে। এর জন্য পারিপার্শ্বিক সহযোগিতা প্রয়োজন।’

বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু বলেন, ‘বয়ঃসন্ধিকালিন যে পরিবর্তন আসে সেই পরিবর্তনটা থেকেই সে কিভাবে বাইরের পরিবেশে নিজেকে রক্ষা করবে তা তাকে জানতে হবে, জানাতে হবে। স্কুলের পাঠ্যক্রমেও এ বিষয়টি থাকতে হবে।’
 
এখনো বদলায়নি পুরোনো ধ্যান-ধারণা। তাইতো কন্যা শিশুর প্রতি অবহেলা জন্ম থেকেই। পুষ্টি, শিক্ষা, চলাচলের স্বাধীনতা- সবখানেই বাধা। মালেকা বানু আরও বলেন, ‘কন্যা শিশুকে আমরা আসলে যেভাবে মানুষ করতে চাই, যেভাবে দেখতে চাই, যেভাবে সম্পদে পরিণত করতে চাই, যে সম্পদ একটি পরিবারের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য সম্পদ হবে সেখানে কিন্তু এখনও অনেক ধরণের বাধা রয়েছে।’

সমতার পৃথিবী প্রতিষ্ঠায় নির্দিষ্ট গণ্ডির ভিতরে না রেখে কন্যা শিশুর অধিকার নিশ্চিতের আহ্বান নারী নেত্রীদের।

এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি