ঢাকা, শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪

কপাল পুড়ল ব্রাজিলের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৪, ১৫ নভেম্বর ২০২৪

১০ জনের ভেনেজুয়েলার সাথেও জয় পেল না ব্রাজিল। প্রথমার্ধের শেষ দিকে দুর্দান্ত এক ফ্রি কিকে ব্রাজিলকে এগিয়ে দিয়েছিলেন রাফিনিয়া। কিন্তু ব্যবধান ধরে রাখতে পারেনি বেশিক্ষণ। দ্বিতীয়ার্ধের শুরুতেই তেলাস্কো সেগোভিয়ার গোলে সমতায় ফেরে ভেনেজুয়েলা। এর পর পেনাল্টি থেকে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েও গোল করতে না পারায় ভেনেজুয়েলার বিপক্ষে ড্রয়ে মাঠ ছাড়তে হয় সেলেসাওদের।

বৃহস্পতিবার (১৫ নভেম্বর) বিশ্বকাপ বাছাইয়ের ভেনেজুয়েলার মাঠ এস্তাদিও মনুমেন্টাল দি মাতুরিনে ব্রাজিলকে আটকে দিয়ে আনন্দে মেতেছেন স্বাগতিক সমর্থকরা। বিপরীতে পয়েন্ট হারানোর হতাশা সঙ্গী করে মাঠ ছেড়েছে ব্রাজিল।

ভেনেজুয়েলার বিপক্ষে সুযোগ তৈরিতে ব্রাজিল এগিয়ে ছিল। বেশ কয়েকবার তাদের হতাশ করেছে ভেনেজুয়েলার রক্ষণভাগ। খেলার শেষ দিকে ভিনিসিয়ুসের ক্রস এক ডিফেন্ডারের পায়ে না লাগলে ফাঁকায় থাকা রাফিনিয়া সহজেই জাল খুঁজে নিতে পারতেন। সেবার না হলেও এই রাফিনিয়ার গোলেই প্রথমার্ধে এগিয়ে যায় ব্রাজিল। ৪৩ মিনিটে ফ্রি কিক থেকে দারুণ এক গোল করেন বার্সেলোনা ফরোয়ার্ড। ওই গোলে এগিয়ে থেকে স্বস্তি নিয়ে বিরতিতে যায় ব্রাজিল। তবে মাঠে ফিরতেই স্বস্তি উঠাও তাদের। ৪৬ মিনিটে ভেনেজুয়েলাকে সমতায় ফেরান তেলাস্কো সেগোভিয়া। সাভারিনোর ব্যাক পাস থেকে জোরালো শটে জাল খুঁজে নেন এই মিডফিল্ডার।

বিরতি থেকে ফিরে এগিয়ে যেতে আরও উঠেপড়ে লাগে ব্রাজিল। সুযোগ পেয়েও যায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ভিএআরে ৬২ মিনিটে পেনাল্টি পায় ব্রাজিল। স্পট কিক নিতে যাওয়া রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ভিনিসিয়ুস করে বসেন বড় ভুল। তার দুর্বল শট ডান দিকে ঝাঁপিয়ে প্রতিহত করেন ভেনেজুয়েলা গোলকিপার। ফিরতি বলও লক্ষ্যে রাখতে পারেননি রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড।

এরপর আরও কয়েকবার ভেনেজুয়েলার রক্ষণ ভাঙার চেষ্টা করেছে ব্রাজিল। কিন্তু সফল হয়নি। ৮৯ মিনিটে ভিনিসিয়ুসকে হাত দিয়ে আঘাত করার শাস্তি হিসেবে আলেক্সান্দার গনসালেস লাল কার্ড দেখলে ১০ জনে পরিণত হয় ভেনেজুয়েলা। ৫ মিনিট যোগ করা সময়েও একজন বেশি নিয়ে খেলার সুযোগটা কাজে লাগাতে পারেনি দোরিভাল জুনিয়রের দল।

লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের এই ড্রয়েও পয়েন্ট টেবিলে আপাতত এক ধাপ এগিয়েছে ব্রাজিল। ১১ ম্যাচ শেষে ১৭ পয়েন্ট তাদের। অন্যদিকে সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে ভেনেজুয়েলা।

এসএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি