ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

কপাল পুড়েছে কারিয়াসের, সমবেদনা জানাচ্ছেন কোচ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪০, ২৮ জুলাই ২০১৮

ব্রাজিলিয়ান গোলকিপার আলিসন বেকারকে কেনার ফলে কপাল পুড়েছে লিভারপুলের অন্য দুই গোলকিপার লরিস কারিয়াস ও সিমন মিগনোলেটের। এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে দামি গোলকিপার আলিসন। বুঝাই যাচ্ছে, আলিসন আসায় জায়গা হারাতে হবে কারিয়াস ও মিগনোলেটকে।

এমনিতে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে নিজের ভুলে শিরোপা হাতছাড়া করেন কারিয়াস। রিয়াল মাদ্রিদ কিংবদন্তি সার্জিও রামোসের গুতোয় আঘাতপ্রাপ্ত হন কারিয়াস। এর পরেই দুটি সহজ গোল হাতছাড়া করেন তিনি। দুটি সহজ গোল হাতছাড়া করার খেসারত-ই তো তাকে গুনতে হচ্ছে। নয়তো, পুরো বছর একাই তো আগলে ছিলেন লিভারপুলের গোলপোস্ট।

তাই শেষ ম্যাচের আক্ষেপটা আজীবন পুড়াবে কারিয়াসকে। এসময় তাদের পাশে দাঁড়িয়েছেন লিভারপুল কোচ ক্লপ। ক্লপ বলেন জীবনের নিয়মটাই এমন। একদিন এখানে তো আরেকদিন অন্যখানে। আলিসন এসেছে, এখন আমাদেরও ছাড়তে হবে কাউকে। তাদের দুজনই অসাধারণ। তবে কাকে শেষ পর্যন্ত ছাড়বে লিভারপুল সে ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি