ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

কবিতা চুরি করে মা দিবসের পোস্ট, কটাক্ষের মুখে কাজল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৮, ৯ মে ২০২২

মা দিবসে মাকে ভালোবাসা জানিয়েছিলেন অভিনেত্রী কাজল আগরওয়াল। আর তাতেই বিপাকে পড়লেন এই অভিনেত্রী। ট্রোল-কটাক্ষ ধেয়ে আসে তার দিকে।

সেই দিন সোশ্যাল মিডিয়ায় মায়ের জন্য একটি কবিতা পোস্ট করেছিলেন কাজল। ব্যক্ত করেছেন প্রাণের কথা। 

কবিতাটি দিয়ে তিনি লিখেছেন, ‘‘আমার মায়ের জন্য কবিতা। নিজে মা হওয়ার পর থেকে মাকে যা যা বলতে চেয়েছিলাম, সে সব কিছু ধরা রয়েছে এই কবিতায়। তুমিই আমার জীবনের সব চেয়ে দামী মানুষ। নীলের সব চেয়ে ভালো দিদা হওয়ার জন্য ধন্যবাদ।’’

একই সঙ্গে তিনি লিখেছিলেন, ‘‘সবার নিজের মায়ের সঙ্গে এরকম সম্পর্ক হয় না তা জানি। অনেকে হয়তো কথা বলার জন্য মাকে পাশে পান না। এ ধরনের বিষয়গুলো সম্পর্কে আমি ওয়াকিবহাল এবং শ্রদ্ধাশীল। তাই এই পোস্টটি কেউ এড়িয়ে গেলেও সমস্যা নেই।’’

এতক্ষণ পর্যন্ত সবকিছু ঠিক ছিল। কিন্তু কাজলের পোস্ট করা কবিতা নিয়ে প্রশ্ন তোলা শুরু করেন নেটনাগরিকদের একাংশ। 

অনেকেই বলেন, সেই কবিতা আসলে কাজলের লেখা নয়। অন্য একজনের লেখাকে অনুমতি ছাড়াই নাকি পোস্ট করে দিয়েছেন অভিনেত্রী।

এর পরেই সারা নামে এক বিদেশী লেখিকা জানান, কাজলের পোস্ট করা ওই আবেগঘন কবিতা আসলে তার লেখা। 

ইনস্টাগ্রামে তিনি লেখেন, ‘‘মাই ডিয়ার মাম’ কবিতাটি কাজল নিজের বলে চালিয়ে দিয়েছেন। এমনকী বিবরণীটাও কয়েকটি শব্দ এদিক-ওদিক করে বসিয়ে দিয়েছেন। কারও যদি সময় হয় তা হলে কমেন্টে গিয়ে ওকে আমার নামটি দিয়ে দিতে বলবেন। আশা করি ভুল বোঝাবুঝি থেকেই এটা হয়েছে।’’

সারা জানিয়েছেন, কাজলের এই পোস্টের বিরুদ্ধে ইতোমধ্যেই তিনি কপিরাইট লঙ্ঘনের অভিযোগ জমা দিয়েছেন।

বিষয়টি জানাজানি হতেই নিজের পোস্টের বিবরণীটি বদলে ফেলেন কাজল। সারার নাম দিয়ে জানিয়ে দেন কবিতাটি তার থেকেই ধার করা। কটূক্তির হাত থেকে মুক্তি পেতে ওই পোস্টের কমেন্ট বক্সও ‘ডিসেবল’ করে দেন তিনি।

সূত্র: এই সময়
এমএম/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি