কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের এমপ্লয়িজ ইউনিয়নের কমিটি
প্রকাশিত : ১৯:৪৮, ৩ ফেব্রুয়ারি ২০১৯
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সকল স্তরে বিভিন্ন দপ্তরে কর্মরত ত্রিশাল উপজেলার চাকুরীজীবিদের নিয়ে গঠিত হয়েছে ‘ত্রিশাল এমপ্লয়িজ ইউনিয়ন’।
রোববার আহ্বায়ক কমিটি’র সকল সদস্যদের সর্বসম্মতিতে ৬৩ সদস্যের (২০১৯-২০) মেয়াদে পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি অনুমোদিত হয়েছে।
উক্ত কমিটিতে সভাপতি পদে মাহমুদুল হাসান মামুন এবং সাধারণ সম্পাদক পদে মাহমুদুল আহসান লিমন নির্বাচিত হয়েছেন। ত্রিশালে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়ে কর্মরত ত্রিশাল উপজেলার কর্মরত সকলকে নিয়ে সংগঠন ‘ত্রিশাল এমপ্লয়িজ ইউনিয়ন’ সকল সদস্যদের মাঝে সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় সর্বোচ্চ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংগঠনের সাধারণ সম্পাদক মাহমুদুল আহসান লিমন।
উক্ত কমিটিকে উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম. মোস্তাফিজুর রহমান, ট্রেজারার প্রফেসর মো. জালাল উদ্দিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মো. হুমায়ুন কবীর ও বিভিন্ন সংগঠন অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
কেআই/ এসএইচ/
আরও পড়ুন