ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে পরিছন্নতা অভিযান শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩৬, ৯ অক্টোবর ২০১৮

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘ভলান্টিয়ার ফর বাংলাদেশ’ নামক সংগঠনের উদ্যোগে ‘পরিষ্কার ক্যাম্পাস হোক অঙ্গিকার’ এই স্লোগানে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করে।

সংগঠনটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচ থেকে মঙ্গলবার বেলা ১১টায় একটি র‍্যালি করে জয় বাংলার মোড়ে এসে শেষ করে। র‍্যালিতে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান।

সংগঠনটির পক্ষ থেকে একটি ডাস্টবিন হিসেবে ব্যবহার এর জন্য একটি ঝুড়ি জয় বাংলার মোড়ে রাখা হয়। সেখানে থেকে উপাচার্য পরিচ্ছন্নতা অভিযান শুরু করে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় এমন ঝুড়ি রাখার ব্যবস্থা করার দাবি জানায় সংগঠনটি। দাবির পরিপ্রেক্ষিত উপাচার্য তা দিবেন বলে আশ্বস্থ করেছেন।

এই কার্যক্রমটি ময়মনসিংহ মেডিকেল কলেজ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়,আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজ এ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। প্রথম ধাপ হিসেবে জাককানইবিতে পালিত হল পরিচ্ছন্নতা অভিযান।

কেআই/এসএইচ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি