ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পূজা উদযাপিত

প্রকাশিত : ২০:৪১, ১০ ফেব্রুয়ারি ২০১৯ | আপডেট: ২০:৪৫, ১০ ফেব্রুয়ারি ২০১৯

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পূজা উদযাপিত হয়েছে।

রোববার (১০ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ‘গাহি সাম্যের গান’ মঞ্চ চত্বরে সকাল ১০টা ৩০ মিনিটে পূস্পাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে পূজা অর্চনা আরম্ভ হয়।

বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় পূজামন্ডপের পাশাপাশি বিভিন্ন বিভাগ ও বিদ্যার অধিষ্ঠাত্রী দেবীর আরাধনার আয়োজন করে। এতে সনাতন ধর্মাবলম্বী শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ প্রতিমায় পূজা ও পুস্পাঞ্জলি প্রদান করেন। পুস্পাঞ্জলি শেষে প্রসাদ বিতরণ ও অতিথিদের আপ্যায়নের ব্যবস্থা করা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান পূজা উদযাপনের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন।

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদীয় ডিন, পূজা উদযাপন কমিটি ২০১৯ এর আহবায়ক ড. তুষার কান্তি সাহা ও সদস্য সচিব কল্যাণাংশু নাহাসহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আগত অতিথিরা বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃক কেন্দ্রীয়ভাবে আয়োজনের পাশাপাশি রেকর্ড সংখ্যক পূজামন্ডপ নিয়ে নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগ, সঙ্গীত বিভাগ, চারুকলা বিভাগ, ইংরেজী ভাষা ও সাহিত্য বিভাগ, ফিল্ম এন্ড মিলিয়া স্টাডিজ বিভাগ এবং ছেলেদের অগ্নিবীণা হল থেকে পৃথকভাবে প্রতিমা তৈরির মধ্য দিয়ে পূজা উদযাপন করা হয়।

এছাড়া ‘গাহি সাম্যের গান’ মঞ্চে সন্ধ্যা ৬টায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

উল্লেখ্য, বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতীর আরাধনার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলমীরা শান্তি ও মঙ্গল কামনা করেন।

কেআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি