ঢাকা, বুধবার   ১৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কবি ফজল শাহাবুদ্দীনের মৃত্যুবার্ষিকী আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩০, ৯ ফেব্রুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

বাংলা সাহিত্যের খ্যাতিমান আধুনিক কবি ও একুশে পদকপ্রাপ্ত ফজল শাহাবুদ্দীনের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ। ২০১৪ সালের আজকের এই দিনে তিনি মারা যান।

ফজল শাহাবুদ্দীন ১৯৩৬ সালের ৪ ফেব্রুয়ারি কুমিল্লা জেলার নবীনগর উপজেলার শাহপুরে জন্মগ্রহণ করেন। ১৯৬২ সালে জগন্নাথ কলেজ থেকে তিনি স্নাতক পাস করেন। এরপর পেশা হিসেবে সাংবাদিকতাকেই বেছে নেন তিনি। এক সময়ের সাড়া জাগানো সাপ্তাহিক বিচিত্রার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন ফজল। স্বাধীন বাংলাদেশে সাপ্তাহিক পত্রিকা প্রচলনেও তার ভূমিকা ছিল অসামান্য।

পেশাগত জীবনে সাপ্তাহিক চিত্রালীতেও কাজ করেন তিনি। দৈনিক বাংলার সহকারী সম্পাদক হিসেবে তিনি বেশ কয়েক বছর দায়িত্ব পালন করেন। তার কবিতা পৃথিবীর বেশ কয়েকটি ভাষায় অনূদিত হয়েছে। কবিতার পত্রিকা 'কবিকণ্ঠ' প্রকাশিত হতো তারই সম্পাদনায়। বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য ১৯৭৩ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ও ১৯৮৮ সালে একুশে পদক পান পঞ্চাশের দশকের অন্যতম এই প্রধান কবি।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি