কমরেড সুনীল রায়ের জন্মশতবার্ষিকী আজ
প্রকাশিত : ১১:০৬, ১৩ সেপ্টেম্বর ২০২১
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক প্রেসিডিয়াম সদস্য মুক্তিযোদ্ধা কমরেড সুনীল রায়ের জন্মশতবার্ষিকী আজ। ১৯২১ সালের ১৩ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার শ্যামগ্রামে জন্মগ্রহণ করেন তিনি।
শ্রমিক নেতা সুনীল রায় কিশোর বয়সে বাড়ি থেকে পালিয়ে নারায়ণগঞ্জের গোদনাইলে চিত্তরঞ্জন কটন মিলে তাঁতশ্রমিক হিসেবে যোগ দেন। ১৯৪২ সালে কমিউনিস্ট পার্টির সদস্যপদ পান তিনি। ওই সময় থেকে তিনি শ্রমিক ও রাজনৈতিক আন্দোলনে যুক্ত হন।
কমরেড সুনীল রায়ের জন্মশতবার্ষিকী উপলক্ষে সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম এক বিবৃতিতে তার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন।
দিনটি উপলক্ষে আজ সকাল সাড়ে ১০টায় রাজধানীর পুরানা পল্টনে সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে সুনীল রায়ের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এবং রাত ৮টায় অনলাইন আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এসএ/