ঢাকা, শনিবার   ০৪ জানুয়ারি ২০২৫

কমলা সতর্কতা জারি, কলকাতায় ‘দানা’র প্রভাব কেমন?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৫, ২৩ অক্টোবর ২০২৪

সম্ভাব্য দুর্যোগের আশঙ্কায় পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আগাম প্রস্তুতি। বুধবার সকাল থেকে কলকাতা পুলিশের পক্ষ থেকে মাইকে ঘোষণা শুরু হয়েছে। দুর্যোগের সময় শহরবাসীকে অযথা বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে।

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের সৃষ্টি হয়েছিল মঙ্গলবারই। বুধবার তা থেকে জন্ম নিয়েছে ঘূর্ণিঝ়়ড় ‘দানা’। বৃহস্পতিবার ভোরেই তা উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এরপর পশ্চিমবঙ্গের পুরী এবং সাগরদ্বীপের মাঝামাঝি ওড়িশার ভিতরকণিকা এবং ধামারা দিয়ে স্থলভাগে ঢুকবে ‘দানা’। তবে কেমন প্রভাব পড়বে কলকাতায়? জানাল কলকাতা আবহাওয়া দফতর।

দফতর জানিয়েছে, গত ছ’ঘণ্টায় ‘দানা’ ঘণ্টায় ১৫ কিলোমিটার বেগে উত্তর-পশ্চিম অভিমুখে এগিয়েছে। ২৪ অক্টোবর রাত থেকে ২৫ অক্টোবরের সকালের মধ্যে শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ের আকার নেবে। উপকূলে আছড়ে পড়ার সময় ঝড়ের গতিবেগ পৌঁছবে ঘণ্টায় সর্বোচ্চ ১২০ কিলোমিটারে। আর এর প্রভাবেই আগামী দু’দিন বৃষ্টিতে ভিজবে কলকাতাসহ দুই ২৪ পরগনাও।

বুধবার দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা শহরে। বৃহস্পতি ও শুক্রবার কলকাতায় জারি হয়েছে ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা। শনিবারও শহরের কোনও কোনও অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সূত্র: আনন্দবাজার


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি