ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কমোডের একটি ঢাকনার দাম ৮ লাখ টাকার বেশি!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৩, ১৮ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

কমোডের একটা ঢাকনার দাম ৮ লাখ ৩০ হাজার টাকা। ভাবছেন সোনায় মোড়া নাকি! না, মোটেই নয়। তাহলে কী করে হয়! কিছুতেই বিশ্বাস হচ্ছে না বোধহয়! অবিশ্বাস্য হলেও খবরটা সত্যিই।

মার্কিন যুক্তরাষ্ট্রের সেনা কর্তৃপক্ষ জানিয়েছেন, ভিয়েতনাম যুদ্ধে ব্যবহৃত একটি কার্গো বিমান সি-৫ গ্যালাক্সি-র এক-একটি টয়লেট কভারের দাম পড়েছে দশ হাজার ডলার। অর্থাৎ, বাংলাদেশি মূল্য যা প্রায় ৮ লাখ ৩০ হাজার টাকার সমান। এই মহামূল্য টয়লেট কভারও গত বছরে অন্তত তিনবার বদলাতে হয়েছিল বলে জানা গেছে।

তাহলে সামান্য এই কমোডের ঢাকনার অবিশ্বাস্য এই দাম কেন? মার্কিন সেনা কর্তৃপক্ষ জানিয়েছেন, এই বিমান (সি-৫ গ্যালাক্সি) এখন আর তৈরি করা হয় না। সেই কারণে বিমানের কোনও অংশ বদলাতে গেলে নির্ধারিত অংশের ওপরেই ভরসা করতে হয়। জানা গেছে, ক’দিন আগেই এক-একটি কমোডের ঢাকনার জন্য ৩০০ ডলার মূল্য ধার্য করে দেওয়া হয়েছিল। কিন্তু তাতেও কোনও লাভ হয়নি। টয়লেট কভারের এই গোটা বিষয়টি স্বীকার করে নিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের বায়ুসেনার মিডিয়া অফিসার অ্যান স্টেফানেক। তাই আদ্যপান্ত সত্যি হলেও গল্পের মতোই শোনাচ্ছে লাখ টাকার কমোডের ঢাকনার বিষয়টি।

সূত্র: জিনিউজ

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি