ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

করোনাক্রান্ত শিক্ষা সচিব সিএমএইচে ভর্তি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৫, ১৫ অক্টোবর ২০২০

শিক্ষা সচিব মো. মাহবুব হোসেন

শিক্ষা সচিব মো. মাহবুব হোসেন

করোনায় আক্রান্ত শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেনকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন সচিবের একান্ত সহকারী কাজী শাহজাহান। 

তিনি জানান, ‘বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে সচিব স্যারকে সিএমএইচে ভর্তি করা হয়েছে। তবে এখন তার অবস্থা কিছুটা উন্নতির দিকে।’

মন্ত্রণালয় সূত্র জানায়, মহামারি করোনায় সংক্রমিত হওয়ার পর থেকে গত কয়েকদিন ধরে তিনি নিজ বাসায় চিকিৎসাধীন ছিলেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নেয়া হয়।

তিনি প্রচণ্ড জ্বর, কাশি, পেটের পীড়া ও অরুচিতে ভুগছেন। এর আগে গত ৭ অক্টোবর তিনি করোনায় আক্রান্ত হন।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি