ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

করোনায় আক্রান্ত এমপি মোছলেম উদ্দিনসহ পরিবারের ১০ সদস্য 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৮, ১১ জুন ২০২০

সপরিবারে করোনার শিকার হয়েছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দিন। তিনিসহ পরিবারের আরও ১০ সদস্য ভুগছেন ভাইরাসটিতে। 

যেখানে তার স্ত্রী, ছেলে এবং নাতিসহ পরিবারের অন্যান্য সদস্যরা রয়েছেন বলে জানা গেছে। বুধবার (১০ জুন) রাতে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, গত মঙ্গলবার (৯ জুন) বোয়ালখারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি টিম নগরীর লালখান বাজারের বাসা থেকে সংসদ মোছলেম উদ্দিনের পরিবারের ১৫ সদস্যের নমুনা সংগ্রহ করে।  গতরাতে প্রাপ্ত ফলাফলে ৫ জনের নেগটিভ আসলেও ১০ জনই করোনাক্রান্ত হন। 

এর আগে চট্টগ্রামের বাঁশখালীর সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান পরিবারের ১১ সদস্যসহ করোনা আক্রান্ত হন। 

এদিকে, চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় এমপি মোছলেম উদ্দিনসহ নতুন করে ১০৮ জনের করোনা শনাক্ত হয়েছে। বুধবার চট্টগ্রামের ৩৬৫ জনের নমুনা পরীক্ষা করা হলে তাদের করোনা চিহ্নিত হয়। 

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি