ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

করোনায় আক্রান্ত রুমিন ফারহানা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৩, ১৩ আগস্ট ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য রুমিন ফারহানা। বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়ে এ তথ্য নিশ্চিত করেন তিনি।

বিএনপির সহ-আন্তর্জাতিক সম্পাদক রুমিন ফারহানা ফেসবুক অ্যাকাউন্টে জানিয়েছেন, ‘আমার করোনা পজিটিভ, দোয়া করবেন।’ তিনি চিকিৎসকের পরামর্শে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, ‘কয়েকদিন ধরেই রুমিন ফারহানা অসুস্থবোধ করছিলেন। গত মঙ্গলবার নমুনা পরীক্ষায় তাঁর করোনা পজিটিভ আসে। বাসাতেই চিকিৎসা নিচ্ছেন তিনি।’

২০১৯ সালের ২৮ মে বিএনপি থেকে মনোনয়ন পেয়ে সংরক্ষিত নারী আসন (৫০নং আসন) থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন রুমিন ফারহানা। তিনি জাতীয় গণতান্ত্রিক লীগের প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধা প্রয়াত অলি আহাদের মেয়ে। 

এর আগে অন্তত ১৯ জন এমপির করোনা শনাক্ত হয়েছে।

এএইচ/এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি