ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

করোনায় আরও ১৬ জনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৪, ৮ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১৬:৩৯, ৮ ফেব্রুয়ারি ২০২১

দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছে ৩১৬ জন। এ পর্যন্ত দেশে করোনায় মোট মারা গেছেন ৮ হাজার ২২১ জন এবং মোট শনাক্ত হয়েছেন ৫ লাখ ৩৮ হাজার ৩৭৮ জন।

সোমবার (৮ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনার নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ৮৪১টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৭৬২টি। এ পর্যন্ত মোট ৩৭ লাখ ৬২ হাজার ৭৭৪টি নমুনা পরীক্ষা করা হয়। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৫৯ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৮৩ হাজার ৯৩১ জন।
 
আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মৃত ১৬ জনের মধ্যে ১২ জন পুরুষ এবং ৪ জন নারী। এ পর্যন্ত মোট ৬ হাজার ২২৯ জন পুরুষ এবং ১ হাজার ৯৯২ জন নারী করোনায় মৃত্যুবরণ করেছেন। বয়স বিশ্লেষণে দেখা যায়, ১৬ জনের মধ্যে ৬০ ঊর্ধ্ব ১০ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৩ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২ জন এবং ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১ জন মারা গেছেন।  

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০টি নমুনায় ২ দশমিক ৩০ শতাংশ এবং এ পর্যন্ত মোট ১৪ দশমিক ৩১ শতাংশ শনাক্ত হয়েছেন। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছেন ৮৯ দশমিক ৮৯ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৫৩ শতাংশ।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি