ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

করোনায় বিশেষ সক্ষম ব্যক্তিদের জীবিকা নিশ্চিতে নতুন প্রকল্প 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২৪, ২ সেপ্টেম্বর ২০২০

করোনা ভাইরাস মহামারির এই সংকটে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জীবিকার সংস্থান এবং নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষায় অবদান রাখতে “আমরা শিখি, আমরা পারি” শীর্ষক প্রকল্পের যাত্রা শুরু করেছে প্রেরণা ফাউন্ডেশন এবং পিএফডিএ ভোকেশনাল ট্রেনিং সেন্টার। 

কোভিড-১৯ মহামারীকালে আমাদের চারপাশের বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য একটি দীর্ঘমেয়াদি ও টেকসই জীবিকা নিশ্চিত করতে গত মঙ্গলবার প্রেরনা ফাউন্ডেশন ও পিএফডিএ ভোকেশনাল ট্রেনিং সেন্টার একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।

“আমরা শিখি, আমরা পারি” শিরোনামের এই প্রকল্পের আওতায় পিএফডিএ ভোকেশনাল ট্রেনিং সেন্টারের শিক্ষার্থীগণ অনলাইনে প্রশিক্ষণের মাধ্যমে মাস্ক তৈরির দক্ষতা অর্জন করেন। সফল প্রশিক্ষণ পর্ব শেষে বর্তমানে এই বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা মাস্ক উৎপাদনের কাজে নিজেদেরকে সম্পৃক্ত করতে সক্ষম হয়েছেন। ফলে একদিকে তাদের জীবিকার সংস্থান হচ্ছে এবং পাশাপাশি দেশের নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষায়ও ভূমিকা রাখছে।

এই প্রকল্পের আওতায় দুই ধরণের মাস্ক উৎপাদিত হচ্ছে, যথা: সার্জিক্যাল ও ফ্যাব্রিক মাস্ক। উভয় প্রকার মাস্ক তৈরির ক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক প্রণীত পার্সোনাল প্রটেক্টিভ ইক্যুপমেন্ট সংক্রান্ত নিরাপত্তা বিধিমালার পূর্ণ অনুসরণ নিশ্চিত করা হচ্ছে। 

বাংলাদেশের ডিরেক্টরেট জেনারেল অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (ডিজিডিএ) কর্তৃক নির্ধারিত প্রতিটি শর্ত পূরণ করেই ফ্যাব্রিক মাস্কগুলো প্রস্তুত করা হয়েছে। উৎপাদিত প্রতিটি ফ্র্যাব্রিক মাস্ক সরকার নির্ধারিত গুণগত মান প্রত্যয়ণকারী প্রতিষ্ঠান ডাইসিন ইন্টারন্যাশনাল লিমিটেড দ্বারা পরীক্ষিত ও স্বীকৃতিপ্রাপ্ত হয়েছে।

ফ্যাব্রিক মাস্কগুলো অতিশীঘ্রই বাজারে বিক্রয়ের জন্য সরবরাহ করা হবে। এরই সফল ধারাবাহিকতায় সার্জিক্যাল মাস্কগুলো বাণিজ্যিকভাবে বিক্রয়ের জন্য শীঘ্রই সরবরাহ করা হবে। প্রতিটি মাস্ক বিক্রয় থেকে উপার্জিত অর্থ উৎপাদনকারী বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের ও তাদের পরিবারের জীবিকার কল্যাণে ব্যয় করা হবে।

সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন, প্রেরণা ফাউন্ডেশনের গভর্নিং বডি’র পরিচালক মুবিনা আসাফ এবং পিএফডিএ ভোকেশনাল ট্রেনিং সেন্টারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাজিদা রহমান ড্যানি।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি