ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

করোনায় মারা গেছেন আরও ৪১ জন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৫, ১৯ আগস্ট ২০২০ | আপডেট: ১৭:৩১, ১৯ আগস্ট ২০২০

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৪১ জন। এদের মধ্যে পুরুষ ৩৪ জন ও নারী ৭ জন। এ নিয়ে এই পর্যন্ত মোট ৩ হাজার ৭৮১ জনের মৃত্যু হলো। 

বুধবার (১৯ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে সর্বশেষ এ তথ্য জানানো হয়েছে।

নাসিমা সুলতানা জানান, নমুনা পরীক্ষায় গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছেন ২ হাজার ৭৪৭ জন। এখন পর্যন্ত মোট ২ লাখ ৮৫ হাজার ৯১ জন শনাক্ত হয়েছেন।

আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৯১৩ জন। সব মিলিয়ে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৬৫ হাজার ৭৩৮ জন।

এসি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি